শায়েস্তাগঞ্জে আশ্রয়ণের ১৫৯ পরিবারকে কম্বল উপহার

কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও ইউএনও নাজরাতুন নাঈম

হবিগঞ্জ প্রতিনিধি: সরকারিভাবে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার হামুয়া ও আলাপুর আশ্রয়ণের ১৫৯ পরিবারকে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রশাসনের উদ্যোগে হামুয়া তাজুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঞা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল খান।

উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বজলুর রহমান স্মৃতি পদকপ্রাপ্ত সাংবাদিক মো. মামুন চৌধুরী, মেম্বার মো. আব্দুস ছালাম, মেম্বার শামীমুর রহমান, সাবেক মেম্বার মুজিবুর রহমান মারাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী বিজয় কান্তি দাস, যুবলীগ নেতা দিলীপ দাশ প্রমুখ।

 

মামুন/এইচ

Print Friendly

Related Posts