একুশে বইমেলায় তানজিনা হোসেন এর দুটি নতুন বই

কিনাবালুর গান
তানজিনা হোসেন
দাম: ২৯০.০০ টাকা

একদিন সকালে আমজাদ আলী নামের সাধারণ এক দোকানের ম্যানেজার আবিষ্কার করে তার হাতের লেখা, টিপসই, এমনকি রক্তের গ্রুপ পর্যন্ত পাল্টে গেছে। হাওরের জেলে হাসন মিয়ার জালে উঠে আসতে থাকে বিরল প্রজাতির সব মাছ। ওদিকে বাংলাদেশের প্রাণিবিজ্ঞানী নিকিতা গবেষণার কাজে ইন্দোনেশিয়া গিয়ে ভয়ানক বিপদে পড়ে। ভয়ংকর অগ্ন্যুত্পাতের কবল থেকে কিনাবালু পর্বতের আদিবাসীদের সুরক্ষা দেয় প্রকৃতি।

এসব রহস্য ও তার শিহরণ জাগানো ব্যাখ্যা নিয়ে বিজ্ঞান কল্পগল্পের এ বই।

ফুসিয়া হাউস

তানজিনা হোসেন
প্রচ্ছদ: সব্যসাচী মিস্ত্রী
মূল্য: ২৬০ টাকা।

অপূর্ব নীল পাহাড়ি অর্কিড ফুসিয়া। কারো বাড়িতে এই ফুল নিয়ে যাওয়া মানে জীবন দিয়ে হলেও তাকে রক্ষার প্রতিশ্রুতি। গুলশানে এক বাড়ির নাম কেন ফুসিয়া হাউস? কেন এক শিল্পপতি শিল্পসংগ্রাহক প্রতিশ্রুতি ভঙ্গের অনুশোচনায় যন্ত্রণাদগ্ধ? আপনি জানবেন বুদ্ধের গাঢ় নীল এক ছবির রহস্য ও জটিল এক মানসিক ব্যাধি সম্পর্কে, বুঝবেন অসহ্য সুন্দরও কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে।

এই বিজ্ঞান কল্পকাহিনিতে বাংলাদেশের পাঠক সম্ভবত প্রথমবারের মতো বিজ্ঞানের জটিল ব্যাখ্যা ও তত্ত্বের পাশাপাশি থ্রিলার বা ফ্যান্টাসির স্বাদও পাবেন।

বইটি ইতিমধ্যেই ব্যাপক পাঠক সমাদৃত হয়েছে।

-জ.ই বুলবুল

এটা একটা প্রেমের গল্প হতে পারত ll তানজিনা হোসেন
বই মেলায় তানজিনা হোসেন এর দুটি বই
রাত দুইটা || তানজিনা হোসেন-এর গল্প
Print Friendly

Related Posts