জাতীয় শিশু পুরস্কার স্বর্ণপদকে ভূষিত নবীনগরে মেয়ে আদ্রা কান্তি তাথৈ

জ.ই বুলবুল: বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এর যন্ত্র সংগীত ‘ক’ বিভাগে সারাদেশে প্রথম স্থান অধিকার করায় স্বর্ণপদকে ভুষিত হয়েছে নবীনগরের মেয়ে আদ্রা কান্তি তাথৈ। তাথৈ শিক্ষা-সংস্কৃতির ঐতিহ্য খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভোলাচং ঘাটিবাড়ির মেয়ে। যেখানে তার জন্ম সেখানে সংগীত জগতের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আবতাত উদ্দিন খাঁ, মনমোহন দত্ত, আলী যাকের, সারা যাকেরের মতো বহু শিল্পীর জন্ম।

জাতীয়ভাবে সেরা হওয়ায় গত ২৯ জানুয়ারি ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদ্রা কান্তি তাথৈর হাতে স্বর্ণ পদক ও সনদপত্র তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আদ্রা কান্তি তাথৈর এগিয়ে যাওয়া বাবার অনুপ্ররণায়। তাথৈ এবার ভোলাচং উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার বাবা তুহিন কান্তি দাশ কসবা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও মা সুস্মিতা দাশ ভোলাচং পঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মেধাবী এই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি সংগীত চর্চায় অল্প সময়ে থানা জেলাসহ সারাদেশেই নাম কুড়িয়েছে। আদ্রার মা বাবা একমাত্র মেয়ের এই সাফল্য ধরে রাখতে সকলের কাছে আশির্বাদ চেয়েছেন।তার চাচা স্হানীয় উপজেলা মেয়র এডভোকেট শিব শংকর দাস ও গর্বিত। তিনি বলেন, তাথৈ আমার ভাতিজি নতুন প্রজন্মের কাছে গানের ভুবনে বিচরণ করে চমক দেখাবেন বলেই আমার বিশ্বাস। নবীনগরের সংস্কৃতির ধরে রাখবেন সে।

Print Friendly, PDF & Email

Related Posts