কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসেস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্সপেক্টর অব ট্যাকসেস এসোসিয়েশন (বিটা) সভাপতির আমিনুল ইসলাম আকাশের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিটার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ৷

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ২১ ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে র‍্যালি নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদ মিনারে কেন্দ্রীয় কমিটির কার্যকরী মহাসচিব এম এবায়দুর রহমান শাহীন, সহ-সভাপতি মো. আরিফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ, ত্রাণ দুর্যোগ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল মাজেদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, কার্যকরী সদস্য সাইদুর রহমান, মো. আবু হানিফ, মো. যায়নুল আবেদীন, রমেন্দ্র নাথ গায়েন, নাজমুল হুদা শহীদ মিনারে ফুল দেন ৷

বিটার সভাপতির আমিনুল ইসলাম আকাশে বলেন, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য্য সকল বাঙালি মাঝে আমাদেরকে পৌঁছে দিতে হবে, অমর একুশ আমাদের জাতি-সত্তা ও জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল দিন, বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে আমরা শহীদ মিনারে ফুল দিতে এসেছি।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়, সেই থেকে সারাবিশ্বে অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় ৷

Print Friendly

Related Posts