আরও ১ জনের মৃত্যু, গুলিস্তানের বিস্ফোরণে নিহত বেড়ে ২৩

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো।

শনিবার (১১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মির্জা আজম নামে আরেক ব্যক্তি মারা গেছেন। সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যান। তার শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল।

গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেজমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

Print Friendly

Related Posts