রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
ইতিহাস গড়ে প্রথমবারের মত ইংলিশদেরকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তাদেরকে ১৬ রানে হারিয়েছে টাইগাররা। এ বড় অর্জনে দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টি-টোয়েন্টিতে বর্তমান চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। তাদের বিরুদ্ধে এর আগে কোনো সিরিজেই জেতে নি বাংলাদেশ। তবে এবার প্রথমে সিরিজ জয়, এরপর হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করলো সাকিববাহিনী।
মিরপুরে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ রান করে বাংলাদেশ। এদিন রান খরায় থাকা লিটন দাস খেলেছেন সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস। অপর ওপেনার রনি ২৪ রান করেন। এছাড়া শান্ত ৪৭ রানে এবং সাকিব ৪ রানে অপরাজিত ছিলেন।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। আঘাত হানেন অভিষিক্ত বোলার তানভির। কোন রান না করেই ফিরে যান ফিল সল্ট। এরপর ৯৫ রানের বড় জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক জস বাটলার এবং ডেভিড মালান।
অর্ধশতক হাঁকানো মালানকে তার ব্যাক্তিগত ৫৩ রানে আউট করেন মোস্তাফিজ। এরপর অধিনায়ক জস বাটলারকে দারুণ এক থ্রো-তে রান আউটে ফাঁদে ফেলেন মেহেদী মিরাজ। ৪০ রানে ফেরেন তিনি। তার আউটের পর ইংল্যান্ডের ব্যাটাররা ক্রিজে থিতু হতে পারেননি। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মইন আলীকে মেহেদী মিরাজের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তাসকিন।
ওই ওভারেরই শেষ বলে বেন ডাকেটকে সরাসরি বোল্ড করেন বর্তমানে দারুণ ফর্মে থাকা এই পেসার। এরপর ১৯তম ওভারের প্রথম বলে স্যাম কারানকে ফেরান সাকিব আল হাসান। ওই ওভারে মাত্র ৪ রান দেন সাকিব। ফলে শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার হয় ২৭ রানের।
শেষ ওভার করতে আসেন হাসান মাহমুদ। প্রথম দুই বলে বাউন্ডারি খেলেও পরের দুই বলে মাত্র দুই রান দেন তিনি। শেষ দুই বলে কোন রান নিতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। ১৬ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। অপরদিকে, সিরিজসেরা হয়েছেন নাজমুল হাসান শান্ত।