অবশেষে মোটরসাইকেলের গতিসীমা নিয়ে প্রধানমন্ত্রীকেও বলতে হলো

অবশেষে মোটরসাইকেলের গতিসীমা নিয়ে প্রধানমন্ত্রীকেও বলতে হলো।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেলের গতিসীমা শহর এলাকায় ৩০ কিলোমিটারের বেশি করার বিষয়টি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতিসীমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, এখন মানুষ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করেন। পণ্য পরিবহনেও অনেক সময় মোটরসাইকেল ব্যবহার করা হয়।

তাই সামগ্রিক বিবেচনায় প্রধানমন্ত্রী মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ভালোভাবে অবগত নন জানিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিপালনের কথা জানান।

বেপরোয়া গতি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ইতিমধ্যে ‘মোটরসাইকেল চলাচল নীতিমালার’ খসড়া তৈরি করা হয়েছে। এতে শহরের মধ্যে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে।

নীতিমালায় এমন প্রস্তাব করার বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিষয়টি নিয়ে একনেক সভায়ও আলোচনা হয়।

prothomalo

Print Friendly

Related Posts