ইফতার করা প্রসঙ্গে জানালেন বিদ্যা সিনহা মিম

ধর্ম যার যার উৎসব সবার। এ নীতি বরাবরই মেনে চলেন ঢালিউড চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তাই প্রতিবছর রোজার এই সময় পরিবারের সঙ্গে পালন করতে ভুলেন না ইসলাম ধর্মের এই পবিত্র রীতি।

ইফতার করা প্রসঙ্গে শনিবার ( ২৫ মার্চ) একটি স্ট্যাটাস নিজের ফেসবুকে পোস্ট করেছেন মিম।

স্ট্যাটাসের একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে তিনি ইফতার পালন করছেন।

মিম এই পোস্টের সঙ্গে ইংরেজিতে দুটি বাক্যও লিখেছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ছোটবেলা থেকেই অন্য ধর্মের রীতি আর উৎসব পালন করছি। এটি সবসময়ই আমাকে ভালো মানুষ হতে সাহায্য করে।

অন্য ধর্মের রীতি আর উৎসব পালনের মধ্য দিয়ে অন্য ধর্মকে যেমন শ্রদ্ধা করা যায় তেমনি সেই ধর্মের মানুষদের সঙ্গে বাড়ে ভালোবাসা আর সৌহার্দ্য।

ইফতার করা প্রসঙ্গে মিম জানান, তার পরিবারের সঙ্গে ইসলাম ও অন্য ধর্মের মানুষরাও ইফতার করেন। এমন পরিবেশ বেশ ভালো লাগে তার। শুধু ইফতার না কখনও সেহরিও করেন তিনি। পরস্পরের প্রতি সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে সবারই সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা প্রয়োজন বলে মনে করেন দুই বাংলায় জনপ্রিয় এ নায়িকা।

Print Friendly

Related Posts