স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকায় লালমোহন-তজুমদ্দিনবাসীর আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা করেছে ঢাকাস্থ লালমোহন-তজুমদ্দিন বাসী।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর বনানীতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সোহরাওয়ার্দী হল শাখার সাবেক ভিপি ও বিবিএস গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।

আলোচনায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল যুগান্তকারী এবং মুক্তিযুদ্ধের জন্য বাঙালি জাতির শপথ। কারণ, ওই দিন ভাষণটি শোনার পর গোটা জাতি শপথ নেয় এবং দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণ শুনেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ। বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, প্রতিটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার যা কিছু আছে, তা নিয়েই শক্রর মোকাবিলা করতে হবে।

ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার আরও বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতা লাভের জন্য সব ধরণের নির্দেশ এবং দিকনির্দেশনা ছিল। একটি মাত্র বক্তৃতায় বঙ্গবন্ধু সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন।

অনুষ্ঠানে ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts