বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। একইসঙ্গে তার সরকারের ৪১ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
মমতার সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে ২৯ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ১৩ জন শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে ৫ জন স্বাধীন দায়িত্বে থাকবেন। এবারের মন্ত্রিসভায় ১৮ জনই নতুন মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার মহিলা সদস্য চার জন। মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ জেতেনি। ফলে এই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার মন্ত্রিসভা
১) মমতা বন্দ্যোপাধ্যায়- মুখ্যমন্ত্রী,পার্বত্য পরিষদ, তথ্য সংস্কৃতি, স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি সংস্কার, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যান, মাঝারি ও ক্ষুদ্র শিল্প
২) অমিত মিত্র -অর্থ ও শিল্প মন্ত্রী, আফগারি, শিল্প পূনর্গঠন
৩) পার্থ চ্যাটার্জি — স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা ও পরিষদীয় দপ্তর
৪) সুব্রত মুখার্জি —পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি
৫) গৌতম দেব— পর্যটন মন্ত্রী
৬) ব্রাত্য বসু— তথ্য ও প্রযুক্তি মন্ত্রী
৭) জ্যোতিপ্রিয় মল্লিক— খাদ্য ও সরবরাহ মন্ত্রী
৮) বিনয়কৃষ্ণ বর্মন—বনমন্ত্রী
৯) শান্তিরাম মাহাতো —পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী
১০) ফিরহাদ হাকিম— পুর ও নগরোন্নয়ন মন্ত্রী
১১) শশী পাঁজা— শিশু ও নারী কল্যান দপ্তর
১২) সাধন পান্ডে— ক্রেতা সুরক্ষা ও স্বয়ম্ভর গোষ্ঠী মন্ত্রী
১৩) মলয় ঘটক— আইন ও শ্রম মন্ত্রী
১৪) চন্দ্রনাথ সিনহা— মৎস মন্ত্রী
১৫) রাজীব ব্যানার্জি— সেচ মন্ত্রী
১৬) আশিস ব্যানার্জি— বায়ো টেকনোলজি, রাশি বিজ্ঞান ও প্রকল্প প্রয়োগ
১৭) পূর্ণেন্দু বসু—কৃষি
১৮) মন্টুরাম পাখিরা— সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
১৯) সৌমেন মহাপাত্র— জল সম্পদ মন্ত্রী
২০) স্বপন দেবনাথ— ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ভুমি সংস্কার
২১) অরূপ রায়— সমবায় মন্ত্রী
২২) অরূপ বিশ্বাস— যুবকল্যান ও পূর্ত মন্ত্রী
২৩) গিয়াসউদ্দিন মোল্লা— সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা (প্রতিমন্ত্রী)
২৪) জাভেদ খান— বিপর্যয় মোকাবিলা
২৫) শোভন চ্যাটার্জি— দমকল, গৃহ, শক্তি ও পরিবেশ দপ্তর
২৬) আবদুর রেজ্জাক মোল্লা— খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান
২৭) শোভনদেব চ্যাটার্জি— বিদ্যুৎ
২৮) শুভেন্দু অধিকারী— পরিবহন
২৯) অবনী জোয়ারদার— কারা ও উদবাস্তু উন্নয়ন
৩০) রবীন্দ্রনাথ ঘোষ— উত্তরবঙ্গ উন্নয়ন
৩১) চূড়ামণি মাহাতো– সংখ্যালঘু উন্নয়ন
৩২) তপন দাশগুপ্ত — কৃষি বিপনন
৩৩) জেমস কুজুর — আদিবাসী উন্নয়ন
৩৪) সিদ্দিকুল্লা চৌধুরি— গন শিক্ষা, গ্রন্থাগার, ও পরিষদীও মন্ত্রী
৩৫) অসীমা পাত্র— কারিগরি শিক্ষা
৩৬) বাচ্চু হাঁসদা— উত্তরবঙ্গ (প্রতিমন্ত্রী)
৩৭) গুলাম রব্বানি— পর্যটন (প্রতিমন্ত্রী)
৩৮) জাকির হোসেন— শ্রম (প্রতিমন্ত্রী)
৩৯) ইন্দ্রনীল সেন— সংস্কৃতি (প্রতিমন্ত্রী)
৪০) সন্ধ্যারানী টুডু – অনগ্রসর কল্যান (প্রতিমন্ত্রী)
৪১) লক্ষ্মীরতন শুক্লা— ক্রীড়া ও যুব কল্যান (প্রতিমন্ত্রী)
৪২) শ্যামল সাঁতরা – পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (প্রতিমন্ত্রী)