ফিফার আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুর্দান্ত ছিল আর্জেন্টিনা। আর সেই পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। ব্রাজিলকে তিনে ঠেলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আর্জেন্টিনার মতো এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছে ফ্রান্স। দুই ধাপ পিছিয়ে তিনে ব্রাজিল।
১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা, ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রান্স। আর ১৮৩৪.৪৫ পয়েন্টে তিনে ব্রাজিল। র্যাঙ্কিংয়ে সেরা দশে এছাড়া আর কোনো পরিবর্তন ঘটেনি। সেরা দশে এরপর যথাক্রমে অবস্থান বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেনের।
গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে পানামাকে হারায় ২-০ গোলে। পরের ম্যাচে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি।
অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল বিরতিতে একটি প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল। ম্যাচটিতে মরক্কোর বিপক্ষে ২-১ ব্যবধানে হারে সেলেসাওরা। তাতেই দুই ধাপ পিছিয়ে যেতে হল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দুই ম্যাচ খেলে ফ্রান্স। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১-০ হারায় ফ্রান্স।
তালিকার ১৯২ আগের মতই আছে বাংলাদেশ। মার্চের শেষ সপ্তাহে ঘরের মাঠে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে লাল সবুজ বাহিনী। প্রথমটিতে ১-০ গোলে জয় পেলেও একই ব্যবধানে দ্বিতীয় হারে বাংলাদেশ।