আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর প্রথমবার মুখ খুললেন শাকিব

গত সোমবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাকিব। তার পর থেকে তাঁর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। আয়ারল্যান্ডকে টেস্টে হারিয়ে প্রথম বার মুখ খুললেন বাংলাদেশের অধিনায়ক।রিপোর্ট আনন্দবাজার পত্রিকার।

রিপোর্টে বলা হয়, আন্তর্জাতিক সূচিকে বেশি গুরুত্ব দিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্স তাঁর অপেক্ষায় থাকলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন শাকিব। সেই বিতর্কের চার দিন পর শুক্রবার প্রথম মুখ খুললেন বাংলাদেশের অধিনায়ক।

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের পর শাকিব জানিয়েছেন, জয় এলেও দলের পারফরম্যান্সে তিনি খুশি নন। আইপিএল বা কেকেআর নিয়ে কোনও কথা বলেননি। শুধু বাংলাদেশের পারফরম্যান্স এবং টেস্ট নিয়ে কথা শোনা গিয়েছে তাঁর মুখে। শাকিব আইরিশদের প্রশংসা করে বলেছেন, ‘আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। ওরা বেশ ভাল লড়াই করল।’ বাঁহাতি অলরাউন্ডার পরিষ্কার জানিয়েছেন, সপ্তাহান্তে তাঁরা খেলতে পছন্দ করেন না। শুক্রবার দ্রুত খেলা শেষ হওয়ায় তিনি তাই খুশি।

দলের বোলিং পারফরম্যান্সে খুশি নন শাকিব। যদিও বৃহস্পতিবার তাকে বল করতে দেখা যায়নি। শাকিব বলেছেন, ‘তাইজুল ইসলাম ভাল বল করেছে। তবু বলব দ্বিতীয় ইনিংসে আমাদের বোলিং ভাল হয়নি। জোরে বোলারদের থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করেছিলাম। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতির অনেক সুযোগ রয়েছে।’

শাকিব জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টকে তাঁরা বেছে নিয়েছিলেন পরীক্ষা-নিরীক্ষার জন্য। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা কিছু পরীক্ষা করেছি। নতুন কিছু জিনিস চেষ্টা করেছি আমরা। কয়েকটি ফল ইতিবাচক। আবার কয়েকটি তেমন কাজে আসেনি। সব মিলিয়ে আমরা সন্তুষ্ট। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমরা যে ভাবে ব্যাট করতে চেয়েছিলাম, সেটা পেরেছি।’

মিরপুরের উইকেট টেস্ট ম্যাচের আদর্শ নয় বলেই মনে হয়েছে শাকিবের। তিনি বলেছেন, ‘ব্যাটিং নিয়ে আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করছি। যে জায়গাগুলোতে উন্নতি দরকার, সেগুলোর মধ্যে ব্যাটিং অন্যতম। এই ম্যাচে খানিকটা করতে পেরেছি আমরা। পিচ ব্যাটিং সহায়ক ছিল। বলব না আদর্শ টেস্ট উইকেটে খেলেছি আমরা।’

Print Friendly, PDF & Email

Related Posts