গরমে নিম্ন আয়ের মানুষ দিশেহারা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গতকাল (শনিবার) জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস।

এই ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এ জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোজাদাররা।

এদিকে তপ্ত রোদে মৌসুমী সবজি চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়। রোদের এ তীব্রতা আরও বাড়লে ক্ষেতের সবজি পচে যাওয়ার শংকায় রয়েছেন তারা। এদিকে অস্বাভাবিক গরমে হাসপাতালগুলোতে বেড়েছে সংশ্লিষ্ট নানা অসুখবিসুখে আক্রান্ত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।

আবহাওয়ার এই অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

কলাপাড়া লঞ্চঘাট এলাকারা শ্রমিক আহসান মিয়া জানান, জাহাজে গার্মেন্টেসের ব্যাপক মালামাল এসেছে। এসব জামা কাপড় ঈদ উপলক্ষে দোকানীরা বিক্রি করবে। এদিকে অসহনীয় আকারে বেড়েছে গরম। তারপরও এসব মালামাল দৌকানে পৌছে দিতে হচ্ছে। এতে আমাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

রিকশাচালক ইয়াসিন মিয়া জানান, এতো রোদ আর গরম যে, রিকশা চালানোই দায় হয়ে যাচ্ছে। শরীর থেকে শুধু ঘাম ঝরছে।

চম্পাপুর ইউনিয়নের পানচাষি ইয়াসিন আহম্মেদ জানান, রোদের অবস্থা এরকম থাকলে আমাদেন ক্ষেতের পান অনেকটা পচে যাবে। এতে আমরা বড় লোকসানে পড়বো।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আবহাওয়ার এই অবস্থা আগামী এক সপ্তাহ পর্যন্ত বিরাজ করতে পারে।

 

Print Friendly

Related Posts