এই দগ্ধ নিঃশ্বাস তবু হাসে নূতন ভোর…

নাসির উদ্দীন আহমেদ 

 

১.
দিগন্ত জ্বলে পুড়ে খাক হয়ে জেগে উঠছে
গ্রীষ্মের ঠোঁট
মনে হয় হাবিয়ার চুম্বন
সাহারার ভিতরে ডুবে যাচ্ছে
লাল সবুজ তরমুজের অহং
তেতে উঠছে নক্ষত্র,
নিশ্বাস, বাণিজ্য, অবলম্বন
তোমার জঠরের রাঙ্গা সৌরভ উড়ে
ক্রমাগত জ্বলে উঠছে দগ্ধ অন্ধকার!
২.
আপাতত সূর্য নিশ্বাস
গোবির-শাসন
শ্রাবণ শূন্য খামারে রাস্তায়
চূর্ণ আগুনের জ্বলজ্বলে জৌলুস
তবে কি বৃষ্টি হবে আগুনের
গর্ভে কেশরে জমে রবে অবিদ্ধ পাপ!
ঘাম নেই আতা ফল গাছে
বৃক্ষ ভুলে গেছে মুনাজাত
আমাদের ছন্দে এখন নমরুদের অগ্নিকুণ্ডলী
আগুন সরায়ে
হে তাপসী রাবেয়া
শ্রাবণের জন্য হাত তোল
এসো নমিত চোখ
মুগ্ধ বর্ষণ।
Print Friendly

Related Posts