আশরাফুল মোসাদ্দেক এর তিনটি কবিতা

লাইক কমেন্ট শেয়ার দিব না

অনেক দামমূল্য চুকিয়ে পেয়েছি বলেই
সহজে বলতে পারিনা সহজ কথাগুলো
যদি বলি ন্যায় বা বলি কল্যাণ— কেউ খাবে?
এমনকি অট্ট হাসবে প্রকাশ্যে বুড়িচাঁদ
তাপদাহ বহুগুণ বাড়িয়ে দেবে ভাস্কর।

এসব দেখছেন মিডিয়া গবেষকগণ
কেউ লেজে, কেউ গলায় চালাচ্ছেন ছুরিকা
দেখা আর জানার অচেনা অন্দর মহলে
টুপটাপ জলপড়ে— শিরশির পাতা নড়ে
হাওয়ায় সাওয়ার হয় সেই লুপ্তধ্বনি।

কানে বসে সুরসুরি দিলেও নিশ্চুপ থাকি
পানি পানিই থাক আর দুধ দুধই থাক
কেউ চামচ দিয়ে পান করুক পেয়জল
অন্য কেউ স্ট্র দিয়েই মিটিয়ে নিক তিয়াসা
চোখে সবই দেখব মগজে সব জানব।

এবাকাস গুঁটি এসে আঙ্গুলে উপুড় হোক
কিন্তু কোন লাইক, কমেন্ট, শেয়ার দিব না।

চিনা জোঁক

 

একটি অসমাপ্ত কবিতা
আমাকে রচনা করে গেছে
নিক্ষিপ্ত করেছে রাজপথে।

আড়মোড়া ভেংগে চেয়ে দেখি
অন্যতর একটি কবিতা
হাসছে মগজে— চিনাজোঁক।

 

 

অকস্মাৎ

 

দেখাদেখি করার কথা কি
হয়নি কখনো টেলিফোনে?

অকস্মাৎ একদিন চলে গেছ বহুদূরে
এখন কেবল আছে সাইবার যোগাযোগ

বলো আমিও কি ভুলে যাব
তবে বালিকার ডাক নাম?

কুসুম ফোটেনি বলে ফিরে যায় প্রজাপতি
হলুদ পাতায় ভরে যায় বিছানাপত্তর

Print Friendly, PDF & Email

Related Posts