বাধ্য হয়ে পোশাক খুলেই পালাল ছিনতাইকারী

বিডিমেট্রোনিউজ ডেস্ক সম্প্রতি এক ছিনতাইকারী এক নারীর ব্যাগ ছিনতাই করতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তাতে সকলের কাছে সে হাসির পাত্র হয়ে উঠেছে। গণপিটুনি বা পুলিশে দেওয়া তো দূরের কথা তাকে নিয়ে সকলে হাসাহাসি করছে। কারণ সে ভুল নারীর পাল্লায় পড়েছিল। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার রাজধানী বোগাটায়।

 

ছিনতাইকারীর ভাগ্য খারাপই বলতে হবে! সে এমন এক নারীর ব্যাগ ছিনতাই করতে গিয়েছিল যে ছিল ভীষণ রাগী। ওই নারী ছিনতাইকারীকে ধরে প্রকাশ্যে শুধু চড়-থাপ্পর, লাথি দিয়েই ক্ষান্ত হয়নি, সে এক পর্যায়ে তাকে দিগম্বর হতে বাধ্য করে। বিব্রত ছিনতাইকারী একে একে গায়ের সব পোশাক খুললেও, অন্তর্বাস খুলতে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু ওই নারীর সাফ কথা- বাঁচতে চাইলে সকলের সম্মুখে সম্পূর্ণ নগ্ন হতে হবে। না হলে দেওয়া হবে পুলিশে। বেচারা ছিনতাইকারী বাধ্য হয়ে তখন মানসম্মান খুইয়ে, সম্পূর্ণ নগ্ন হয়।

 

এখানেই শেষ নয়, এবার ওই নারী তাকে দৌড়ে পালানোর আদেশ দেয়। ছিনতাইকারী দৌড়ে পালিয়ে হাফ ছেড়ে বাঁচে।

দেখুন ভিডিওতে :

https://www.youtube.com/watch?v=6z-LlHDBppw

 

Print Friendly, PDF & Email

Related Posts