লঙ্কা প্রিমিয়ার লিগে প্লেয়ার্স ড্রাফটের তালিকায় তিন বাংলাদেশি

আগামী ৩০ জুলাই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের। আর এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের তালিকায় রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। বিশ্বসেরা সাকিব আল হাসানসহ জায়গা পেয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন।

আগামী ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। আগামী ৪ জুন ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে এলপিএলের ম্যাচগুলো। কলম্বো ও ক্যান্ডি এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এলপিএলের এবারের আসরে থাকছে মোট পাঁচটি দল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।

এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলেন, ‌‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর বিষয়ে আমরা বেশ রোমাঞ্চিত। টুর্নামেন্টটি মাঠ গড়াতে আমাদের তর সইছে না। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী।’

Print Friendly

Related Posts