ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে গরবিনী মা-২০২৩ সম্মাননা প্রদান

জ. ই বুলবুল : প্রতি বছরের ন্যায় এবারও ১৪ মে, রবিবার সারাবিশ্বের মত বাংলাদেশেও পালিত হয়েছে “বিশ্ব মা দিবস”। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ১০ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান “গরবিনী মা-২০২৩”।
রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি।
প্রধান অতিথি বলেন ‘মায়ের দুধের ঋণ কোন সন্তান শোধ করতে পারেনা। তাই মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা অটুট রাখতে হবে সবসময়। মা আমাদের প্রথম এবং শেষ আশ্রয়’ ।
প্রধান অতিথি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবহিকতা বজায় রাখার আহবান জানান।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী-মা সম্মাননা এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এটিএন নিউজ এর সিইও কর্নেল মীর মোতাহার হোসেন, যিনি নিজেও একজন রত্নগর্ভা মায়ের সন্তান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, সচিব-শিল্প মন্ত্রণালয় এবং গেস্ট অব অনার হিসেবে এফবিসিসিআই এর সভাপতির পক্ষে উপস্থিত ছিলেন মো. আমিন হেলালি, সহ-সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে প্রত্যেক সন্তান তাদের অনুভূতি ব্যক্ত করেন।
হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীর অসুস্থ মায়ের রোগ মুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এই নান্দনিক অনুষ্ঠানটি আয়োজন করে আসছে।
শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড.
আনিসুজ্জামান। এবছর গরবিনী মা সম্মাননা দশম বর্ষে পদার্পণ করেছে।
এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১০জন গরবিনী মা কে সম্মাননা প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ, যশোর শেখ নাজমুল আলম- এর মা ফিরোজা বেগম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মোঃ শহীদুল ইসলাম- এর মা রাবেয়া খাতুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ডিআইজি মোঃ মুনিবুর রহমান- এর মা সাহেদা রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতিমান কিডনি প্রতিস্থাপন সার্জন ও প্রখ্যাত ইউরোলজিস্ট অধ্যাপক ডাঃ মোঃ কামরুল ইসলাম- এর মা অধ্যাপক রহিমা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইসিটি সেল এর পরিচালক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান এর মা রওশন আরা বেগম, দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মার মা চঞ্চলা রানী শর্মা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক, নন্দিত অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক এম এম কামরুল হাসান রওনক (রওনক হাসান)- এর মা সামসুন্নাহার মজুমদার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক ইমরান- এর মা সেলিনা হক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-ময়মনসিংহ এর মেডিসিন বিভাগের প্রভাষক চন্দ্রশেখর চৌহান – এর মা মিনা চৌহান।
গরবিনী মা-২০২৩ সম্মাননা প্রদান অনুষ্ঠানে- সকল মা’কে মেটাল ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেল্থ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল ফ্যাক্টর থ্রি সল্যুশনস।
Print Friendly, PDF & Email

Related Posts