বুধবার (২৪ মে) ঢাকার কাঁঠাল বাগানাস্থ খান হাসান আদর্শ সরকারি বিদ্যালয়’র নতুন ৬ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘একজন মুসলমান নিরক্ষরের আল-কুরআনের সহজ বুঝ’ গ্রন্থ’র মোড়ক উন্মোচন করেন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঢাকা ১০ আসন’র সংসদ সদস্য মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন।
গ্রন্থটির লেখক আবুল হাসান মুহাম্মদ নোমান বাইতুল মাওলা জামে মসজিদ’র সেক্রেটারি এবং আলেকজান্ডার, রামগতি, লক্ষ্মীপুর’র রহমানিয়া জামে মসজিদ’র মোতাওয়াল্লী। সাতাত্তর বছর বয়সী ৮ বই’র লেখক ৩০ পারা কুরআন শরীফ’র বাংলা অনুবাদ থেকে ১০ বছরের প্রচেষ্টায় ‘সহজ বুঝ’ গ্রন্থটি সম্পন্ন করেন। তিনি সামাজিক সংগঠন ডরপ’র প্রতিষ্ঠাতা, নির্বাহী প্রধান, লেখক ও কলামিস্ট।
গ্রন্থটির মুখবেন্ধ বাইতুল মাওলা জামে মসজিদ’র সম্মানিত খতীব হাফেজ মাওলানা মুফতী মুহম্মদ খাইরুল্লাহ লিখেন, ‘লেখক এই সংকলনটিতে কোথাও পূর্ণ আয়াতের অনুবাদ লিখেছেন, কোথাও আয়াতের মূল উপদেশের অংশটুকু লিখেছেন, কোথাও ক্রম অনুযায়ী ধারাবাহিকভাবে মুল বিধানগুলো উল্লেখ করেছেন। কোন কোন স্থানে কয়েকটি আয়াতের একসাথে সারমর্ম লিখেছেন। এছাড়া অনেক সূরার শানে নুযূলও লিখেছেন।’
আল কুরআনের সহজ বুঝ’র ‘মর্ম ও বাণী’ লিখেন হাফেজ মাওলানা মুহাম্মাদ আতাউল্লাহ লিখেন, ‘ইহকালিন ও পরকালিন যাবতীয় শান্তি ও সফলতার উৎসমূল হচ্ছে আল-কুরআন। পরকালিন জীবনই নয় বরং ইহকালিন জীবনেও যদি কেউ প্রকৃত শান্তি ও সফলতা পেতে চায় তাহলে তাকে এ মহাগ্রন্থেরই দারস্থ হতে হবে।’
তিনি আরো লিখেন, ’গ্রন্থটি এমনভাবে সংকলন করা হয়েছে, যাদের কুরআন মাজীদ সম্পর্কে তেমন জ্ঞান নেই, তারাও এর মর্ম ও বানী, উপদেশ, করণীয়-বর্জণীয় বিষয়গুলো সহজে বুঝতে, অর্থ জেনে অধিকতর আকৃষ্ট ও প্রতিনিয়ত এর প্রতি অনুশীলন করবেন আশা করি।’
একজন মুসলমান নিরক্ষরের আল-কুরআনের সহজ বুঝ নিয়ে ‘অভিমত’ লিখেন মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ, বিএসপি (অব.), ‘বইটিতে আল কুরআনের আয়াতসমূহের যথাসাধ্য মৌলিকত্ব বজায় রেখে বাংলা অনুবাদ করা হয়েছে। বইটিতে জ্ঞানপিপাসুদের জন্য কুরআনীয় জ্ঞান আহরণে সহায়ক ভূমিকা পালন করবে বলে অনুমেয় এবং এটি জ্ঞানপিপাসুদের সংগ্রহে রাখার মতো একটি বই।’ জনাব নোমান ‘লেখকের কথায়’ লিখেন, ‘‘পবিত্র কুরআনের বিখ্যাত আয়াত (অর্থ:) হে আল্লাহ! আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দিন, আখিরাতের কল্যাণও দিন, এবং দোযখের আগুন থেকে বাঁচান’, এই আয়াত দিয়ে আমরা পরাক্রমশালী আল্লাহর দরবারে মার্জনা পাওয়ার আশায় মুনাজাত করি।’ ‘বইয়ে উল্লেখিত আয়াতের মাহাত্ম ও গুরুত্বে প্রভাবিত হয়ে আমরা যদি আমাদের জীবনে দীন মেনে চলি, তাহলে সর্বশক্তিমান আল্লাহর মাগফিরাত ও জান্নাত পাওয়ার হকদার হতে পারি।’
দেশের প্রাচীনতম প্রকাশনা আহমদ পাবলিশিং হাউজ ৩২০ পৃষ্ঠার বইটি ৭শ’ টাকা বিনিময় মূল্যে এপ্রিল ২০২৩ এ প্রকাশ করে।
ভবন উদ্বোধন ও মোড়ক উন্মেচন অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন এ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, যুগ্ম-সাধারন সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, আলহাজ¦ আব্দুল কাদের খন্দকার, সভাপতি বাইতুল মাওলা জামে মসজিদ, নুর উদ্দিন খাঁন টেনু, জমিদাতা, নার্গিস মাহাতাব, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসন ৬, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রমুখ। সভাপতিত্ব করেন আলহাজ¦ মোঃ সারওয়ার, সভাপতি, খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সূত্র: শৌল বৈরাগী মিডিয়া সমন্বয়কারী, ডরপ