‘নজরুল খণ্ডিত নয়, সকলের কবি’

মাহমুদুল হাসান মিলন: জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারলে কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে। খণ্ডিত নজরুল দেখার চেষ্টা করেছে কেউ কেউ। সকলের কবি হিসেবে আর্বিভূত হন নজরুল।

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

এসময় তিনি আরও বলেন, কাজী রফিকউল্লাহ দারোগা যদি কবিকে কাজীর সিমলায় নিয়ে না আসতেন তাহলে নজরুল কবি হিসেবে পরিশীলিত হতেন না। ওই অল্প সময়ের শিক্ষা তাকে আলোকিত করেছিলেন। তিনি যদি পরিপূর্ণ জীবন পেতেন তাহলে কবি আমাদের আরো অনেক কিছু দিয়ে যেতে পারতেন। বিদ্রোহ শুধু আমাদের রণসঙ্গীত নয়, তিনি সৃষ্টি সুখের উল্লাসে কর্মকে উপস্থাপনের চেষ্টা করেছেন। তাকে যেন আমরা খন্ডিতভাবে উপস্থাপন না করি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্মারক বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। সম্মানিত বক্তা ছিলেন কবির দৌহিত্রী খিলখিল কাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সিমিন হোসেন রিমি এমপি, হাফেজ রুহুল আমিন মাদানী এমপি, নাজিম উদ্দীন আহমেদ এমপি, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মোহা. মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মুহাম্মদ শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

এদিকে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমি মাঠে গ্রামীণ মেলা বসেছে। বিভিন্ন দেশীয় পণ্যের পাশাপাশি আকর্ষণীয় জিনিসপত্র ও নানা সুস্বাদু খাবারের দোকান বসেছে।

এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বসেছে নজরুল বইমেলা। মেলায় কবি নজরুলের লেখা বিভিন্ন বই সহ অসংখ্য বইয়ের সমাহার রয়েছে।

 

Print Friendly

Related Posts