অলিম্পিক ডে উপলক্ষে সাউথ পয়েন্ট স্কুলে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ ২৩ জুন অলিম্পিক ডে ২০২৩ উপলক্ষে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগে রেপিড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব আয়োজিত এ দাবা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।

এসময় দাবা ফেডারেশনের বিচারক পল্লব ও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের স্পোর্টস ইনচার্জ শওকত সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অনুর্ধ্ব -১৪ অলিম্পিক ডে সাউথ পয়েন্ট দাবা প্রতিযোগিতায় ৫ম রাউন্ড শেষে চ্যাম্পিয়ন হয় ৩য় শ্রেণীর ইংরেজি ভার্সনের ছাত্রী জোয়েনা মেহবিশ, রানার্স আপ ও তৃতীয় হয় যথাক্রমে এইচ এম নেহাল আরেফিন ও রিয়াজুল আহনাফ মোহাম্মদ আবরার।

অন্যান্য বিজয়ীরা ৪র্থ, ৫ম, ও অনু- ৮, ১০, ১২, ১৪, ১৬ বয়স ক্যাটাগরীতে পুরষ্কার লাভ করে।

উল্লেখ্য, সাউথ পয়েন্ট স্কুল শেখ রাসেল জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় কয়েক বছর যাবৎ চ্যাম্পিয়নের ধারা অব্যাহত রেখেছে। এশিয়ান স্কুল দাবার শিরোপাও এখন মার্কস স্কুল দাবা প্রতিযোগিতা ২০২২-এ ঢাকা জোনের চ্যাম্পিয়ন সাউথ পয়েন্টের ঘরে।

Print Friendly, PDF & Email

Related Posts