দুর্যোগে মুখ্যমন্ত্রী মমতার কপ্টার, সকলেই নিরাপদ রয়েছেন

দুর্যোগের মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার।জলপাইগুড়ির ক্রান্তি থেকে উড়েছিল কপ্টার। গন্তব্য ছিল বাগডোগরা। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ।হেলিকপ্টারে সকলেই নিরাপদ রয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাঝে আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সে দিকে উড়তে শুরু করেন। কিছু ক্ষণের মধ্যেই সেবক এয়ারবেস দেখতে পান তিনি। সেখানেই জরুরি অবতরণ করেন। হেলিকপ্টারে সকলেই নিরাপদে রয়েছেন।

মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে সভা ছিল মুখ্যমন্ত্রীর। দুপুর ১টা নাগাদ সেই সভা শেষ হয়। তার পর জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে রওনা দেন মমতা। ঠিক ছিল, হেলিকপ্টারে বাগডোগরা পৌঁছে সেখান থেকে বিমানে কলকাতা ফিরবেন। মাঝ আকাশে বিপত্তি দেখা দেয়। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সামান্য বৃষ্টি হতে পারে। ক্রান্তি থেকে বাগডোগরা কপ্টারে যেতে সময় লাগার কথা ছিল ১১ মিনিট। কিন্তু ওড়ার কিছু ক্ষণের মধ্যেই দুর্যোগের মুখে পড়ে হেলিকপ্টার।

Print Friendly, PDF & Email

Related Posts