মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী

মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

সোমবার (৩ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় মহিউদ্দিন বাচ্চুর নাম চূড়ান্ত করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

চট্টগ্রাম মহানগরের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১০ আসনের তিনবারের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আফছারুল আমীন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২ জুন ইন্তেকাল করেন। তার শূন্য আসনে আগামি ৩০ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচেনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২৯ জন আওয়ামী লীগ নেতা ফরম সংগ্রহ করেন। সর্বশেষ সোমবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় মহিউদ্দিন বাচ্চুর নাম চুড়ান্ত করা হয়।

মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম মহানগরীতে একজন পরীক্ষিত আওয়ামী লীগ নেতা, দীর্ঘদিন তিনি যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। উঠে এসেছেন ছাত্রলীগের সক্রিয় রাজনীতির মাধ্যমে। সমগ্র চট্টগ্রাম নগরজুড়ে রয়েছে তার তুমুল জনপ্রিয়তা।

এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। ভোটগ্রহণ হবে ৩০ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।

 

Print Friendly, PDF & Email

Related Posts