ঈদে বন্ধুরা মিলে সিলেটে গিয়ে চিরতরে হারিয়ে গেলেন ঢাকার সালাম। ৪৪ ঘণ্টা পর সাদাপাথরে লাশ মিললো সালামের।
সিলেটের কোম্পানীগঞ্জে রোববার (২ জুলাই) বিকেলে সাদাপাথর পর্যটনস্পটে ধলাই নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছিলেন পর্যটক আব্দুস সালাম (২৩)। ৪৪ ঘণ্টা পর তার লাশের সন্ধান মিললো।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ধলাই নদীর উৎমুখে ভাসতে দেখা যায় তার লাশ। বিষয়টি কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় নিশ্চিত করেছেন।
এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২ দিন সন্ধান করেও তাকে খুঁজে পায়নি।
আবদুস সালাম ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে।
আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনস্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন। উদ্ধারে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, ৪৪ ঘণ্টা পর আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় ধলাই নদীর উৎমুখে তার লাশ ভাসতে দেখা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতালের মর্গে প্রেরণ করবে।