ইমাম-বাওয়ানী চা বাগানে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি: জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ওই দুই চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালনকালে মানববন্ধন ও বিক্ষোভ করে।

ইমাম চা বাগানে মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে আবারো মানববন্ধন করে কর্মসূচি ঘোষণা করেন।

শ্রমিকরা জানান, এরিয়া অর্থ-বোনাস, উৎসব ভাতা, পিএফের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি আদায়ের জন্য ৩ জুলাই থেকে কর্মবিরতি পালন শুরু করেন। দাবি পূরণ না হওয়ায় তারা মানববন্ধন ও বিক্ষোভ করছেন। এতেও দাবিগুলো পূরণ না হলে বুধবার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বৃহস্পতিবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

মানববন্ধনকালে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন- চা শ্রমিক ইউনিয়ন বালিশিরা ভ্যালীর ভারপ্রাপ্ত সেক্রেটারী সুভাস দাস, সাংগঠনিক সম্পাদক সুমন তাঁতী, ইমাম চা বাগান পঞ্চায়েত সভাপতি রামভজন দাস, বাওয়ানী চা বাগান পঞ্চায়েত সেক্রেটারী জনক কানু, শ্রমিক নেত্রী পারুল বাগতী, কোকিলা বাগতী, অবলা তন্ত্রবায়, মোমেনা বেগম প্রমুখ।

উল্লেখ্য, ইমাম ও বাওয়ানী চা বাগানের প্রায় ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলে (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছেনা।

মামুন চৌধুরী/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts