ফুটফুটে শিশুটি ও তার মা এখন কুমুদিনী হাসপাতালে

ফুটফুটে শিশুটি ও তার মা এখন কুমুদিনী হাসপাতালে। টাঙ্গাইলের মির্জাপুরে ফুটফুটে সুন্দর সদ্যজাত একটি শিশুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে এলে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করান। পরে শিশুটির গর্ভধারিণীকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

গর্ভধারিণী মানসিক ভারসাম্যহীন। বুধবার (৫ জুলাই) ভোরে তিনি মির্জাপুর পৌরসদরের বাইমহাটি এলাকায় যমুনা জেনারেল হাসপাতালের পাশে কন্যা সন্তানের জন্ম দেন। স্থানীয়রা মাসহ নবজাতককে দেখতে পান। এরপর স্থানীয় দুই নারী শিশুটিকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, মানসিক ভারসাম্যহীন নারী সন্তানটি প্রসব করেছেন। শিশুটির সুরক্ষার ব্যবস্থাসহ সব ব্যবস্থা নিশ্চিত করা হবে। বাচ্চা ও তার মা বর্তমানে সুস্থ ও ভালো আছেন। আমাদের পক্ষ থেকে শিশুটির মায়ের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পরিচয় শনাক্ত না করা গেলে আইনানুগভাবে শিশুটির অভিভাবক নির্ধারণ করা হবে।

উদ্ধারকৃত ওই নবজাতকের গর্ভধারিণী মানসিকভাবে অস্বাভাবিক হওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা সমাজ সেবা অফিসার খায়রুল ইসলাম বলেন, সন্তান জন্ম দেওয়া ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি একেকবার একেক নাম, ঠিকানা বলছেন। আবার চুপচাপ থাকছেন।

 

Print Friendly, PDF & Email

Related Posts