হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম তালুকদার ও চুনারুঘাট কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাজিদের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।
তারা এ মামলা প্রত্যাহারসহ বিভিন্ন অপকর্মের হোতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযোগ উঠেছে অপকর্মের হোতারা নানা অপকর্ম করে বেড়ান। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ২৩ জুন দুপুরে উপজেলার চন্ডীছড়া মাজারের সামনে নম্বরবিহীন একটি মোটরসাইকেলের নেম প্লেটের ছবি তোলা নিয়ে কলেজ ছাত্রলীগ নেতা সাজিদ মিয়ার সঙ্গে ওই হোতাদের কথা কাটাকাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ২৭ জুন হবিগঞ্জ আদালতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম তালুকদার ও ছাত্রলীগ নেতা সাজিদ মিয়ার বিরুদ্ধে একটি মামলা হয় দ্রুতবিচার আইনে। ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হলে বিক্ষুব্ধ হয়ে উঠে উপজেলা ছাত্রলীগ। তারা চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সভা থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।
এ ঘটনায় চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ জামাল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক সরকার, সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামীসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট সভাপতি ও সম্পাদকরা এর তীব্র নিন্দা এবং সায়েম তালুকদারসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মামুন চৌধুরী/এইচ