লোকনাথ উৎসবে মুখরিত বারদীর আশ্রম

বিডিমেট্রোনিউজ , নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বারদীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ১২৬তম তিরোধান উৎসব। এ উপলক্ষে বারদী আশ্রমে ৫দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানসহ লোকজ মেলার আয়োজন করা হয়েছে। উৎসবে অংশ নিতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসে পৌঁছেছেন। এসে পৌঁছেছেন। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকনাথ ভক্তদের পদচারনায় এখন মুখরিত বারদীরর আশ্রম এলাকা।

তিরোধান উৎসব উদযাপন উপলক্ষে আশ্রম মন্দির, তীর্থ নিবাসসহ পুরো আশ্রম এলাকাকে সাজানো হয়েছে বর্নাঢ্য সাজে। রং বেরংয়ের আলোকসজ্জা ও ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে আশ্রমের চারপাশ। রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ভক্তদের জন্য মন্দিরের বাইরের খোলা মাঠে টানানো হয়েছে শামিয়ানা।

আজ বৃহস্পতিবার সকালে প্রভাতী কীর্ত্তনের মধ্য দিয়ে তিরোধান উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। তা ছাড়া দিনব্যাপী চলছে গীতা পাঠ, বাল্যভোগ, বাবার জীবন বৃত্তান্ত পাঠ, রাজভোগ, প্রসাদ বিতরন ও আরতী কির্ত্তন।

লোকনাথ ব্রক্ষ্মচারীর আশ্রম কমিটির আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞা জানান, আশ্রমের ভিতরে ও বাইরে ভক্তদের নিরাপত্তা দিতে প্রশাসন ও কমিটির স্বেচ্ছাসেবীরা কাজ করছে। দূর দূরান্ত থেকে আসা লোকনাথ ভক্তদের জন্য আশ্রমের অভ্যন্তরে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের জানিয়েছেন, আশ্রমে আগত ভক্ত দর্শনার্থীদের নিñিদ্র নিরাপত্তা দিতে র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts