বুলবুল মহলানবীশ না ফেরার দেশে

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এবং বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী বুলবুল মহলানবীশ না ফেরার দেশে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি স্নায়ুরোগ, পারকিনসনসহ নানা ধরনের রোগে ভুগছিলেন।

তিনি শুক্রবার (১৪ জুলাই) ভোরে মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাতিজি অভিনেত্রী জয়ীতা মহলানবীশ। তিনি তার ফুফুর বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

স্বাধীন বাংলা বেতারের বহু কালজয়ী গানের শিল্পী বুলবুল মহলানবীশ। তিনি একাধারে কবি, লেখক, গায়িকা, অভিনেত্রী ও আবৃত্তিশিল্পী ছিলেন। পাশাপাশি তিনি টেলিভিশন, বেতার ও মঞ্চে শিল্প-সাহিত্যবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করতেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে যখন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করছিল, সেই মাহেন্দ্রক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটি। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।

তিনি নজরুল সঙ্গীতশিল্পী পরিষদের সহ-সভাপতি ও রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় কবিতা পরিষদ, কচিকাঁচার মেলা, উদীচী, সেক্টর কমান্ডারস ফোরাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদসহ বহু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। সব ছাপিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী-কণ্ঠযোদ্ধা পরিচয়টি তিনি বহন করতেন বিনম্র গৌরবে।

বুলবুল মহলানবীশের দুটি গানের অ্যালবাম আছে। প্রকাশিত হয়েছে ১২টির বেশি বই। ‘মুক্তিযুদ্ধের পূর্ব প্রস্তুতি’ ও ‘স্মৃতি ৭১’ তার বহুল আলোচিত বই। সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য পেয়েছেন চয়ন স্বর্ণপদক, দেওয়ান মোহাম্মদ আজরফ ফাউন্ডেশন সম্মাননা, পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি সম্মাননা পদক।

Print Friendly, PDF & Email

Related Posts