আবু নাঈম: টানা কয়েকদিন ধরেই মাঝারি ও ভারি বর্ষণ হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলার তেঁতুলিয়ায়। যা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৪ জুলাই) তেঁতুলিয়া আবহাওয়া অফিস এ বৃষ্টি রেকর্ড করে। এর আগে, বৃহস্পতিবার সকালে এখানে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিলো।
আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সে কারণে এ অঞ্চলে ভারি বর্ষণ হচ্ছে। এ ভারি বর্ষণে নদী, খাল-বিলে পানি বেড়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিসহ ভারি বৃষ্টি হতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলে ভারি বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার সকালে তেঁতুলিয়ায় ১৪৪ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।