ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। খবরটি পুরনো হলেও এবার দলটির হয়ে চুক্তির আনুষ্ঠানিকতা সারলেন আর্জেন্টাইন অধিনায়ক। তার দরটির সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। খবর ডেইলি মেইলের।
গতকাল শনিবার মায়ামির দর্শকদের সামনে হাজির হন মেসি। এরপরই করেন কাঙ্ক্ষিত সেই মন্তব্য, ‘হ্যাঁ বন্ধুগণ, মায়ামিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে!’
মেসি এদিন প্রথমবারের মতো গোলাপি জার্সি গায়ে জড়িয়ে ক্লাব সমর্থকদের সামনে হাজির হন। পেছনে বাজছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন দলের উদযাপন সংগীতে পরিণত হওয়া ‘মুচাসোস’-এর সুর। এরপরই হাস্যেজ্জ্বল মেসি স্প্যানিশ ভাষায় মায়ামিতে দেখা হচ্ছে বলে সবাইকে জানিয়ে দেন। ক্লাবটিতে তিনি থাকবেন আগামী ২০২৫ সাল পর্যন্ত।
মায়ামি কর্তৃপক্ষ আজ রোববার যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা ৬টায় ক্লাব সদস্য ও সমর্থকদের সঙ্গে মেসিকে পরিচয় করিয়ে দেবে। পরিচয় পর্বের পর হবে বিশেষ অনুষ্ঠান। বিশ্বখ্যাত শিল্পীরা অনুষ্ঠান করবেন। গণমাধ্যমের গুঞ্জন, শিল্পী তালিকায় রয়েছেন মেসির অতিপরিচিত একজন, পপ গায়িকা শাকিরা।