জ্বালাও-পোড়াও করলে আমরা সহ্য করব না : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে… কেউ আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে আমরা সহ্য করব না। আন্দোলন-সংগ্রাম করুক, তাতে আপত্তি নাই। তবে দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে যারা সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনো কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য মুখ গোমড়া করে থাকলে চলবে না, সবাইকে হাসিখুশি দেখতে চাই।

জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। স্বাধীনতার সুফল প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবো। আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

অবৈধভাবে ক্ষমতার বদল বাংলাদেশকে পিছিয়ে দেয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একবারই ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল হয়, সেটা ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মানুষের চিন্তা না করে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল বিএনপি। তারা ভেবেছিল, কমিউনিটি ক্লিনিক থাকলে মানুষ নৌকায় ভোট দেবে। অবশ্য তার ফলও পায় ২০০৮ সালের নির্বাচনে।
Print Friendly, PDF & Email

Related Posts