সাবেক প্রধান বিচারপতির মৃত্যুবার্ষিকীতে লস্করপুরে মিলাদ মাহফিল

হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর সাহেব বাড়ির বাসিন্দা মরহুম সৈয়দ এ বি মাহমুদ হোসেন (১৯৭৫-৭৮) এর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ আগস্ট) বাদ এশা লস্করপুর জামে মসজিদে লস্করপুর আদর্শ একতা যুব সংঘের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মরহুমের বিদেহি আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন তদানিন্তন তরফরাজ্য (বর্তমানে হবিগঞ্জ জেলার অধিকাংশ অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল কিশোরগঞ্জ জেলার জোয়ানশাহী এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বালিশিরা পরগণা) এর রাজধানী বর্তমানে লস্করপুর পশ্চিম হাবিলী হবিগঞ্জে এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারে ১৯১৬ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আব্দুল মোতাকাব্বির আবুল হোসেন। যিনি তরফ রাজ্যের জমিদার ও বহুভাষাবিদ এবং সনেট কবিতা লেখক ছিলেন। মাতা সালমা খাতুন চৌধুরী।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts