গাজীপুর সিটি কর্পোরেশনের মজলিশপুর এলাকায় ডাকাত সন্দেহে আসাদ উদ্দিন মোল্লা (৬৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন গ্রামবাসী।
শনিবার (৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই হত্যাকাণ্ডটি ঘটেছে ।
নিহত আসাদ উদ্দিন মোল্লা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালুয়ার চর গ্রামের পাষাণ মোল্লার ছেলে ।
এলাকাবাসীর ও পুলিশ জানায়, গাজীপুরের মহানগরীর কড্ডা এলাকা থেকে শনিবার দিবাগত মধ্যরাতে নৌকা নিয়ে মাছ ধরতে ধরতে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন আসাদ উদ্দিন মোল্লা। তার ছোট নৌকাটি মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন দেখতে পায়। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাকে নৌকাটি থামাতে বলে। তুরাগ নদী কিছুটা স্রোত থাকায় নৌকা থামাতে সময় লেগে যায়। এ সময়ে তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। বিপরীত দিক থেকে একই সময়ে আসা একটি ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) আসাদ উদ্দিনের নৌকাটির উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে নৌকাটি ডুবে যায়। পরে লোকজন নৌকায় থাকা আসাদ উদ্দীনকে ধরে উপরে উঠিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, নিহত ব্যক্তি ডাকাত ছিলেন না বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি মাছ ধরতে গেলে এলাকার লোকজন সন্দেহবশত তাকে ধরে মারধর করে। এতে তার মৃত্যু হয় । লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।