৩ স্ত্রীতে ৩৫, ‍এক শ’র পিতা হতে আবার বিয়ে!

বিডিমেট্রোনিউজ ডেস্ক পাকিস্তানের সর্দার জান মোহাম্মদ খিলজি, বয়স ৪৬। ৩ স্ত্রীর দৌলতে এখন তিনি ৩৫ সন্তানের পিতা। এখানেই থেমে থাকতে চান না সর্দার জান মোহাম্মদ খিলজি। ১০০ সন্তানের পিতা হতে চান তিনি। তাই এবার খোঁজ করছেন চতুর্থ স্ত্রীর।

 

কিন্তু তার এই ‍ইচ্ছেতে বাধা হয়ে দাঁড়িয়েছেন সমাজকর্মীরা। এই বহুবিবাহ নিয়েই সর্দার জান মোহাম্মদ খিলজির বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন সেখানকার সমাজকর্মী রাফিয়া জাকারিয়া।

 

সূত্র : জিনিউজ

Print Friendly, PDF & Email

Related Posts