কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ২শ’ মেগাওয়াট ছাড়ালো

কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বেড়েছে কাপ্তাইর কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

শনিবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২শ’ ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রে। যা চলতি বছরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন।কাপ্তাই হ্রদে পানির পরিমাণ যদি বাড়তে থাকে তবে বিদ্যুৎ উৎপাদন আরো বাড়বে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির ফলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। যা গত ২৪ ঘণ্টায় ২শ’ মেগাওয়াট পার করেছে। ১ মাস আগেও কাপ্তাই হ্রদে পানির সংকটে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন দৈনিক মাত্র ২৫ থেকে ৩০ মেগাওয়াট এর বেশি উৎপাদন সম্ভব হতোনা।বিষয়টি আমাদের জন্য অনেক আনন্দের।এখন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চলছে।

এদিকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২.৭২ ফুট এমএসএল থাকার কথা থাকলেও শনিবার (১২ আগষ্ট) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি পরিমাণ রয়েছে ১০১ দশমিক ৪৬ ফুট মীন সি লেভেল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

Related Posts