এইচএসসি : ময়মনসিংহ বোর্ডে এ বছর পরীক্ষার্থী বেড়েছে

দেশে ৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৬৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। চার জেলার ২৯৩টি ইনস্টিটিউটের ৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

গত বছরের চেয়ে এ বছর ৩ হাজার ২৬৭ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে। গত বছরে পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ১৫১ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল জানান, এবছর মোট পরীক্ষার্থী ৬৬ হাজার ৪১৮ জন তন্মধ্যে ছাত্র ৩৬ হাজার ১৮৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৪০ হাজার ৪৭৪ জন।ছাত্রের চেয়ে ছাত্রী পরীর্ক্ষাথী বেশি ৪ হাজার ২৮৭ জন।জেলাওয়ারী মোট পরীক্ষার্থী ময়মনসিংহে ৩৩১৪২, নেত্রকোণায় ১২৭৫১, জামালপুরে ১৩৩৬৫ ও শেরপুরে ৭১৬০ জন।

সুষ্ঠু নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে পরিদর্শন ও মনিটরিং টিম কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

 

Print Friendly, PDF & Email

Related Posts