কানাডার (Canada) নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল ভারত। অনির্দিষ্টকালের জন্য এই পরিষেবা বন্ধ করা হয়েছে। খলিস্তানি নেতা (Khalistani Terrorist) খুনে দুই দেশের চাপানউতোরের মধ্যেই এবার কানাডাকে জোর ধাক্কা দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। তবে সরকারিভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি।
ভিসা পরামর্শদাতা একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, আপাতত বন্ধ থাকবে ভিসা দেওয়ার পরিষেবা। প্রসঙ্গত, কয়েকদিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক। তার মধ্যেই প্রকাশ্যে এল এই সিদ্ধান্ত।
বৃহস্পতিবার আচমকাই জানা যায়, কানাডার নাগরিকদের আর ভারতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিএলএস ইন্টারন্যাশনাল নামে বেসরকারি সংস্থার ওয়েবসাইটে জানানো হয়, প্রক্রিয়াগত কারণে আপাতত কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া যাবে না। তবে ঠিক কী সমস্যার কারণে ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল হল, তা নিয়ে বিস্তারিত কিছুই বলা হয়নি। প্রসঙ্গত, এই সংস্থাটি ভারত ও কানাডার ভিসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে।