ট্রান্সন্যাশনাল ক্রাইম দমনে জাতিসংঘে আইজিপির পরামর্শ

বিডিমেট্রোনিউজ ডেস্ক বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম বলেছেন, বর্তমান বিশ্বে ট্রান্সন্যাশনাল ক্রাইম বড় ধরনের হুমকি। এ অপরাধ কোন একক দেশের সমস্য নয়। এটি একটি বৈশ্বিক সমস্যা।

আইজিপি ট্রান্সন্যাশনাল ক্রাইম দমনে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ ধরণের অপরাধ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের কার্যক্রম তুলে ধরেন।

আইজিপি গতকাল শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউনাইটেড নেশনস চিফ অব পুলিশ সামিটে (আনকপস) বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

বাংলাদেশ পুলিশের প্রধান বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদান রয়েছে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদার ও সাহসী অংশগ্রহণ অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আইজিপি এ সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রথমবারের মত অনুষ্ঠিত অনকপস সম্মেলন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এর পক্ষে সম্মেলন উদ্বোধন করেন ডেপুটি আন্ডার সেক্রেটারি জেনারেল জান এলিয়াসান (Jan Eliasson)। বিশ্বের ১০৫টি দেশের পুলিশ প্রধানরা এতে অংশ নেন।

আইজিপি সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাতিসংঘের মূল্যায়ন টিম আয়োজিত বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের সম্পর্কে সাক্ষাতকার প্রদান করেন। তিনি পিস কিপিং অপারেশন্সের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে ল্যাডসুস এর সাথে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

তথ্যসূত্র : এ. কে. এম. কামরুল আহছান,  জনসংযোগ কর্মকর্তা

Print Friendly, PDF & Email

Related Posts