মাকে নৃশংস হত্যার বর্ণনা পুত্রের মুখে

বিডিমেট্রোনিউজ, চট্টগ্রাম ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তারকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাচ্ছিলেন মিতু। পথে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে।
নিহতের ছেলে আক্তার মাহমুদ মাহি (৭) মায়ের নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিল এইভাবে, ‘ওই যে গুণ্ডা, আম্মুকে মারসে। ওরা হোন্ডা করে ওখানে দাঁড়ায়সিল। ওখানে তিনজন ছিল। তারপর একজন দৌড়ায়ে আইসা আম্মুকে নিচে ফালাই দিয়ে চাকু ঢুকাই দিসিল। আরেকজন গুলি মেরে মেরে ফেলসে। তারপর আম্মুর মুখের থেকে রক্ত বের হচ্ছিল।’
Print Friendly, PDF & Email

Related Posts