সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। বাংলাদেশে সোমবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সোমবার চাঁদ দেখা গেলে রাতে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা শুরু করবেন বাংলাদেশের মুসলিমরা।
সৌদি সরকার সোমবার চাঁদ দেখার ঘোষণা দিয়ে ৬ জুন থেকে রমজান মাস শুরুর সিদ্ধান্ত জানান বলে আরব নিউজের খবরে বলা হয়েছে। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতের সরকারও এই ঘোষণা দিয়েছে বলে খালিজ টাইমসের খবরে বলা হয়। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সোমবার রোজা শুরু হচ্ছে বলে ওই অঞ্চলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রেও সোমবার রোজা শুরু হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের পরিচালনাধীন আড়াই শতাধিক মসজিদসহ ২৬ শতাধিক মসজিদে রোববার তারাবি নামাজ আদায়ও শুরু হয়েছে। এদিকে রমজান উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন সব দোকানে খাদ্য-পণ্যের মূল্য হ্রাস করা হয়েছে। একইভাবে রেস্তোরাঁগুলোতে ইফতারির আয়োজনও শুরু হয়ে গেছে।