তনু হত্যার দ্বিতীয় ময়নাতদন্ত রিপোর্ট রোববার

বিডিমেট্রোনিউজ কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আগামী রোববার দিতে পারবেন বলে আশা করছেন তদন্ত দলের সদস্যরা।
মঙ্গলবার তনুর ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, তনুর পূর্ণাঙ্গ ডিএনএ প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। তদন্ত বোর্ডের সদসদ্য ডা. ওমর ফারুক মামলায় সাক্ষ্য দিতে কুমিল্লার বাইরে রয়েছেন। তবে উক্ত রিপোর্ট বিশ্লেষণ করে গঠিত মেডিকেল বোর্ডের সভায় সিদ্ধান্ত নিয়ে আগামী রবিবার দ্বিতীয় ময়নাতদন্তের  রিপোর্ট দিতে পারব বলে আশা করছি।
মঙ্গলবার দুপুরে সিআইডির এসআই মোশাররফ হোসেন ও কনস্টেবল শাহ আলম ডিএনএ রিপোর্ট জমা দেন।
গত ২০ মার্চ খুনের পর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিত্সকরা বলেছিলেন, তনুকে হত্যার আগে ধর্ষণের কোনো প্রমাণ  তারা পাননি। কিন্তু ডিএনএ পরীক্ষার পর সিআইডির পক্ষ থেকে জানানো হয়, খুনিরা তনুকে ধর্ষণও করেছিল; তার ডিএনএ নমুনা তারা পেয়েছেন। আলোচিত এই খুনের প্রথম ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন ওঠার পর আদালতের নির্দেশে লাশ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করেন কুমিল্লা মেডিকেল কলেজের চিকিত্সকরা। তারপর দুই মাস গড়ালেও প্রতিবেদন দিতে পারেননি ময়নাতদন্তকারী চিকিত্সকরা, যা নিয়ে সমালোচনা রয়েছে। তনুর বাবা ইয়ার হোসেন ওই চিকিত্সকদের উকিল নোটিসও পাঠিয়েছেন।
Print Friendly, PDF & Email

Related Posts