বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গত ২ জুন ২০১৬ বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ১ বৎসর মেয়াদ পূর্ণ হওয়ার পর এক বর্ধিত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নব গঠিত আহ্বায়ক কমিটিতে কুমিল্লাস্থ নাঙ্গল কোর্ট ও ঢাকাস্থ আবুজর গিফারি কলেজের সাবেক ছাত্রনেতা এলাকার কৃতি সন্তান বাহরাইন প্রবাসী স্বনামধন্য যুবলীগ নেতা আল মাহমুদ ভূইয়া বাবুকে আহ্বায়ক নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিও গঠন করা হয়। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। ক্ষমতা হস্তান্তরের সময়ে পূর্বের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাই উপস্থিত ছিলেন।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- মোশাররফ হোসেন মসু, শাহপরান মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, এম কালাম, সহিদুল ইসলাম, সোহেল মিয়া, শেখ সোহেল ও মুক্তার মুন্না।
সদস্যরা হলেন- মিজানুর রহমান, মুজিবুর রহমান, মোবারক হোসেন সাহিন শিকদার, ফরহাদ, ইসমাইল হোসেন, সুমন শান্ত, গাজী হামিদ ও এরশাদ প্রমুখ।
বিদায়ী কমিটির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তারা তাদের বক্তব্যে বলেন, কমিটির এক বৎসর মেয়াদ শেষে আমরা দেশ ও দলের স্বার্থে নতুন কমিটি গঠনে অঙ্গীকারবদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন এবং উন্নয়নের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা ও নিয়মের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমরা কাজ করছি। এছাড়া আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে যুবলীগে যে নতুন জোয়ার এসেছে তা অক্ষুন্ন রাখতে বাইরাইন শাখা বদ্ধপরিকর। তাই নিয়মতান্ত্রিক শ্রদ্ধা করে মেয়াদ শেষে নতুন কমিটির উপর দায়িত্ব প্রদান করা হলো।
নবগঠিত কমিটির আহ্বায়ক আল মাহমুদ বাবু বলেন, জন্মলগ্ন থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ছাত্রনেতা থেকে যুবলীগ নেতা পর্যন্ত শুধুমাত্র বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে এখন উন্নয়নের মডেল হিসেবে পরিচিত। এ ছাড়া যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী পরিচালানায় যুবলীগ আজ সুসজ্জিত ও বলিষ্ঠ অত্র সংগঠনের নাম। আমি সবার সহযোগিতা নিয়ে বাহবাইনস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাখাকে আরো গতিশীল করে গড়ে তুলবো, ইনশা-আল্লাহ।