আয়কর বিভাগে পদোন্নতির নিমিত্তে জ্যেষ্ঠতা তালিকা প্রকাশ, সংকটে করপরিদর্শকরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগে কর্মরত কর পরিদর্শকদের জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন নিয়ে কর প্রশাসনে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে৷

কর প্রশাসনে প্রনীত গত ২১ মে ২০২৩ইং তারিখে যে কর পরিদর্শকের অবস্থান ছিলো ১০২, সেই কর পরিদর্শক নতুন প্রনীত ২৭ ডিসেম্বর ২০২৩ইং তারিখে প্রকাশিত তালিকায় ৬ নম্বরে অবস্থান করছে৷

অভিযোগে বলা হয়, তিনি কর প্রশাসনের প্রভাবশালী এক কর্মকর্তার আপন বড় বোন৷ ঐ কর্মকর্তা তার বর্তমান পদে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন পদের বদলী, পদোন্নতি এবং পদায়নে নিজের স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন এবং একটি নির্দিষ্ট অনুসারিবর্গ তৈরি করে চলেছেন৷

এ ছাড়া ঐ কর্মকর্তা চট্রগ্রামের বহু কোম্পানী এবং ব্যক্তিবর্গের আনঅফিশিয়াল আয়কর পরামর্শদাতা হিসেবে সুবিধাদি নিয়ে থাকেন এবং তার নির্দেশনা মোতাবেক কর কর্মকর্তাদের ঐ সকল কোম্পানী এবং ব্যক্তিবর্গের আয়কর নথি সকল দেখাশোনা করতে নির্দেশ দেন৷ ২০২৭ সালের প্রথমার্ধ পর্যন্ত তার চাকরির মেয়াদ থাকায় তিনি হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য৷ নির্দিষ্টসংখ্যক কর পরিদর্শককে সুবিধা দিয়ে তাদেরকে অতিরিক্ত সহকারী কর কমিশনার করার নিমিত্তে তিনি গত ২৭ ডিসেম্বর ২০২৩ইং তারিখে একটি চুড়ান্ত খসড়া প্রকাশ করেন এবং পছন্দের কর পরিদর্শকদের থেকে তিনি সুবিধা নিয়েছেন।

অভিযোগকারীরা জানায়, তার এই দুর্নীতির অন্যতম সহযোগী হিসেবে আছেন প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে আসা এক কর্মকর্তা। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ৩ বছরের অধিক সময় ধরে আয়কর ক্যাডারের কর্মকর্তা ও কর পরিদর্শকদের বদলী বাণিজ্য করছেন৷ তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ঘনিষ্ট হিসেবে পরিচিত।

অভিযোগকারীরা জানান, বিভাগীয় কর পরিদর্শকদের গ্রেডেশনের ক্ষেত্রে জনপ্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা মানা হয়নি৷ নন ক্যাডার কর পরিদর্শকদের ক্ষেত্রে ও পিএসসি কর্তৃক নির্নীত মেধাতালিকা অনুসরন করা হয়নি৷ স্বেচ্ছাচারিতা এবং নিজস্ব স্বার্থ হাসিলের এই চক্রান্তে উপরোক্ত দুই কর্মকর্তার এরুপ প্রভুসুলভ আচরণ মানতে পারছেন না বঞ্চিত কর পরিদর্শকগণ৷

কয়েকজন কর পরিদর্শকদের সাথে কথা বলে জানা যায়, তারা আদালতের দ্বারস্থ হবার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া প্রকাশিত গ্রেডেশন তালিকায় যাদেরকে সুবিধা দিয়ে জ্যেষ্ঠতা প্রদান করা হয়েছে, তারা চাকরির শুরুতে সমপদে নয় নিম্নপদেও চাকরিতে ছিলেন না। তাদের মধ্যে বহুসংখ্যক কর পরিদর্শক ৩,৫,৭ বছর পর নিম্নপদে যোগদান করেন।

এফইউসি/ঢাকা

Print Friendly, PDF & Email

Related Posts