একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ

একুশে প্রথম প্রহরে মহান ভাষা শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ দলীয় বাম জোটের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ডা. এম এ সামাদ, সচেতন নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক কমরেড জামিরুল রহমান ডালিম, কেন্দ্রীয় নেতা কমরেড হানিফ, কেন্দ্রীয় নেতা কমরেড মিলন, সোশ্যালিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ ও অন্যান্য কমরেড বৃন্দ।

একুশের ভাষা শহীদদের স্বরণে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের পরে বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে জোটের সমন্বয়ক এম এ সামাদ বলেন, যে স্বপ্ন দেখে ১৯৫২ সালে সালাম বরকত জব্বার সহ অনেকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শহীদদের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। আজ একুশে ফেব্রুয়ারি আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের। আজ আমাদের নতুন করে শপথ নিতে হবে দেশের গণতন্ত্র মানবাধিকার পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে করতে হবে।

Print Friendly

Related Posts