ঐক্যফ্রন্টের শরিকরা পেল ২০ আসন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিএনপির রাজনৈতিক জোট ঐক্যফ্রন্টে থাকা দলগুলোকে মোট ২০টি আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।গণফোরাম-৭টি, জেএসডি-৪, নাগরিক ঐক্য-৫, কৃষক শ্রমিক জনতা লীগ-৪।

গণফোরামের ৭ আসনঃ

ঢাকা-৬ এ সুব্রত চৌধুরী, ঢাকা-৭ এ মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ এ এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-২ এ রেজা কিবরিয়া, পাবনা-১ এ অধ্যাপক আবু সাইদ, কুড়িগ্রাম-৫ এ আমসা আমিন, মৌলভীবাজার-২ সুলতান মনসুর।

নাগরিক ঐক্যের ৫ আসনঃ
মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ এ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। নারায়ণগঞ্জ-৫ এ এসএম আকরাম, রংপুর-৫ এ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল–৪ কে এম নুরুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

জেএসডি’র ৪ আসনঃ

লক্ষ্মীপুর-৪ এ আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন ও ঢাকা-১৮ আসনে শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরিয়তপুর-১ আসনে নূরুল ইসলাম। কিশোরগঞ্জ-৩ আসনেও জেএসডির প্রার্থী লড়বেন বলে জানানো হয়েছে। তবে তার নাম ঘোষণা করা হয়নি।

কৃষক শ্রমিক লীগ-৪ আসনঃ 

টাঙ্গাইল-৪ লিয়াকত আলী, টাঙ্গাইল-৮-কুঁড়ি সিদ্দিকী, গাজিপুর-৩ ইকবাল সিদ্দিকী, নাটোর-১ মনজুরুল ইসলাম।

Print Friendly

Related Posts