ধামরাইয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

রাসেল হোসেন, ধামরাই:  ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) দিনব্যাপী স্কুল-কলেজসহ ১০টি স্থানে ও সর্বশেষ ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাঠে ৯৯ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য (ঢাকা-২০) বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক । এ সময় সংসদ সদস্য ৯৯ পাউন্ডের কেক কাটেন পরে নেতা কর্মী ও সাধারন জনগনের মাঝে কেক বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান (সিআইপি), ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, ঢাকা জেলা পরিষদ সদস্য হাজী মাহাতাব আলম, খাইরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এস.এম মৃদুল, আল-মামুন (জয়), উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমায়েত কবীর মতিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. মামুন বেপারী, ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব, আলামিন হোসেন (উজ্জল)সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

Print Friendly

Related Posts