মতলব উত্তরে জমিয়তে হিজবুল্লাহ’র মানববন্ধন ও সমাবেশ

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মিয়ানমারে গণহত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এর মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে ছেঙ্গাচর বাজার নূরানী মাদ্রাসা সড়কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে হিজবুল্লাহ এর মতলব উত্তর শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম।

সমাবেশ দোয়া পরিচালনা করেন ও বক্তব্য রাখেন জমিয়তে হিজবুল্লাহ’র মতলব উত্তর শাখার সচিব ও বদরপুর আদমিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মান্নান সরকার, হাজী বিল্লাল হোসেন, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নিজাম উদ্দিন, সংগঠনের পৌর সাংগঠনিক সম্পাদক ডা. ফয়েজ আহমেদ, দূর্গাপুর ইউনিয়ন জমিয়তে হিজবুল্লাহ’র সভাপতি মীর হাবিবুল্লাহ, সাধারন সম্পাদক সহিদুল্লাহ ঢালী (মঙ্গল ঢালী), ফতেপুর পূর্ব ইউনিয়ন যুব হিজবুল্লাহ’র সভাপতি শাহ মো. জহির, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন প্রমূখ।

সমাবেশে মাওলানা মিজানুর রহমান বলেন, মিয়ানমারে যেভাবে মুসলিমদের গণহত্যা করা হচ্ছে তা সম্পূর্ণ অমানবিক। বিশ্ব মুসলিম আজ জেগে উঠা দরকার। স্বামীর সামনে স্ত্রীকে নির্যাতন, পিতা-মাতার সামনে সন্তানকে হত্যাসহ পাশবিক নির্যাতন করছে তারা। বিশ্ব মুসলিমকে এর প্রতিবাদ গড়ে তোলতে হবে। রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে অন্য-বস্ত্রের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

Print Friendly

Related Posts