মতলব উত্তরে নির্বাচন কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতলব উত্তর উপজেলার প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।

শনিবার সকালে মতলব উত্তর থানা প্রাঙ্গণে পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন চাঁদপুর জেলা এএসপি (মতলব সার্কেল) রাজন চন্দ্র দাস। এসময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ওসি (তদন্ত) মো. মোরশেদুল আলম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা এমএ কুদ্দুস। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল। কিন্তু গত ১৮ মার্চ মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান পদে সমঝোতা হয়। ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন সরকার (চশমা), অ্যাড. সেলিম মিয়া (তালা), ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ (টিউবওয়েল) নির্বাচন থেকে সরে গিয়ে মোতাহার হোসেন খান সুফল (উড়োজাহাজ) কে সমর্থন করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আকতার (পদ্মফুল), তাহমিনা সুলতানা সুমি (কলস), পারভীন কবির (হাঁস) নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারা সকলে ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীনা আকতার (ফুটবল) কে সমর্থন করেন। ফলে ২৪ মার্চ রোববারে শুধুমাত্র শুধু নিয়ম রক্ষা!

এ নির্বাচনে মতলব উত্তর উত্তর উপজেলা পরিষদের নির্বাচনে ম্যাজিষ্ট্রেট, প্রিজাইটিং, সহকারী প্রিজাইটিং, পোলিং, পুলিশ, বিজিবি, স্টাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৭ হাজার ২৫ জন। মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ৭৩ জন। মোট কেন্দ্র ৯৭ টি। স্থায়ী বুথ ৫ শত ৩৫ টি। অস্থায়ী বুথ ১৫ টি। নির্বাচনের দায়িত্বে থাকবে ২ হাজার ৯ শত ৯০ জন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিন শত আট জন ইন্সপেক্টর, সাব- ইন্সপেক্টর, সহকারী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োজিত থাকবে। ৯৭ টি কেন্দ্রে ১ হাজার ১ শত ৬৪ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।

Print Friendly

Related Posts