মুক্তিযুদ্ধের বাংলাদেশ সমৃদ্ধির দ্বারপ্রান্তে উপনীত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্ববাসীর সাথে আমরা প্রত্যক্ষ করছি যে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ সমৃদ্ধির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।

সম্প্রতি ভারতের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ড. জেনারেল ভি কে সিং তার দিল্লির আবুল কালাম রোডের বাসায় বাংলাদেশের বিসিএস মুক্তিযোদ্ধা ও মুজিবনগর অফিসার ও কর্মচারী সমিতির মহাসচিব মোহাম্মদ মুসা, নবপ্রজন্ম  মুক্তিযোদ্ধা সংগঠনের সভাপতি হাবিব-ই-আকবর মেহমুদ এবং শেখ রেহেনা মুসার সাথে সাক্ষাতকালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি তার গভীর শ্রদ্ধা ব্যক্ত করে তিনি এ কথা বলেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আখাউড়া রণাঙ্গনে ভারতীয় মিত্র বাহিনীর একজন যুদ্ধ করার গৌরবময় স্মৃতি স্মরণ করে ভারতীয় সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান সিং বলেন, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সাথে রণাঙ্গনে মিত্র বাহিনীর বীরযোদ্ধারা সর্বোচ্চ বিক্রমের সাথে যুদ্ধ করে ও হাসিমুখে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সাথে জীবন উৎসর্গ করে সহমর্মিতায় যে বিরণ দৃষ্টান্ত স্থাপন করেছে, তা আমার ও মিত্র বাহিনীর সকলের কাছে এক অনুপম আদর্শের উজ্জল স্মৃতিরূপে চিরভাস্বর হয়ে আছে। খবর বিজ্ঞপ্তির

Print Friendly

Related Posts